বিনোদন ডেস্ক :
সত্যজিৎ রায়ের বায়োপিকে আমির খান? জল্পনা তুঙ্গে
সবশেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ সুপার ফ্লপ হয়েছিল। ২০২২ সালে ওই ছবি মুক্তির পর বড় পর্দা থেকে দূরে রয়েছেন আমির খান। ২০২৩ সালে তাকে বড় পর্দায় দেখা যায়নি। তবে বছর শেষে আমিরের একটি ছবি ঘিরে সোশ্যাল মিডিয়ায় শোরগোল দেখা দেয়। দেখা যায়, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, মুখে পাইপ, মুখের সামনে ধোঁয়া উড়ছে।
আমিরকে হঠাৎ এভাবে দেখে বিশেষ কারোর কথাই মনে পড়েছে সিনেমাপ্রেমীদের। বিশেষ করে বাঙালি সিনেমাপ্রেমীদের কাছে এ ছবি, এ লুক খু্ব চেনা। ভীষণ পরিচিত এই লুক কিংবদন্তি সত্যজিৎ রায়ের।
সম্প্রতি আমির খানের এই ফটোশুট করেন অবিনাশ গোয়ারিকর। আর এ ছবি দেখে নেটিজেনরা দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। কমেন্টবক্সে লোকজনের একটাই প্রশ্ন ছিল, আমির কি তবে সত্যজিৎ রায়ের বায়োপিকে অভিনয় করছেন?
উত্তর এখনো মেলেনি। তবে লোকজনের কৌতূহল আগ্রহ ধরে রেখে আবিনাশ গোয়ারিকর লিখেছেন, আমার প্রিয় আমিরের সঙ্গে বছরের শেষ শুটিং, একটা দারুণ কিছু আসতে যাচ্ছে।