সমাবেশে সিপিবির নেতারা সবকিছুতেই কাঠামোগতভাবে নারীবিদ্বেষ দেখা যাচ্ছে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রের আইন থেকে শুরু করে আচার-অনুষ্ঠান, সবকিছুতেই কাঠামোগতভাবে নারীবিদ্বেষ দেখা যাচ্ছে। অথচ জুলাই গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে এটা কাম্য ছিল না। তাই নারী বিদ্বেষী বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে যারা সমাজকে উত্তপ্ত ও অনিরাপদ করে তুলছে, তাদের বিরুদ্ধে অন্তর্র্বতী সরকারকে ব্যবস্থা নিতে হবে। ধর্ষণ ও নিপীড়ন নিয়ে আন্দোলনকারীদের ওপর থেকে পুলিশের মামলা প্রত্যাহার করতে হবে।
গতকাল শুক্রবার রাজধানীর পুরানা পল্টন মোড়সংলগ্ন লিংক রোডে এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা এসব দাবি জানিয়েছেন। সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি ধর্ষণ ও নিপীড়নবিরোধী সমাবেশটির আয়োজন করে।
সমাবেশ থেকে নারীর জন্য নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণের সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন নেতারা। নারী বিদ্বেষ ও অব্যাহত সহিংসতা-সন্ত্রাস সামাজিকভাবে প্রতিরোধ করতে পাড়া-মহল্লায় ‘রোকেয়া ব্রিগেড’ গড়ে তোলার ঘোষণা দিয়েছে সিপিবি।
সমাবেশে সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষাবিদ এ এন রাশেদা বলেন, ‘গণ-অভ্যুত্থান–পরবর্তী যারা সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদের দেশের মানুষের নিরাপত্তার দায়িত্বও নিতে হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে ইতোমধ্যে সরকার যে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তা কোনো যুক্তিতেই গ্রহণযোগ্য নয়। সমাজে বিদ্যমান পুরুষতান্ত্রিক মানসিকতার বিরুদ্ধে সর্বাত্মক লড়াই অব্যাহত রাখতে হবে।’
সভাপতির বক্তব্যে জেলা কমিটির সভাপতি শামসুজ্জামান হীরা বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় লালিত নারী বিদ্বেষ ও পুরুষতান্ত্রিকতা আমাদের সমাজ এবং সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করছে। অবিলম্বে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।’
সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার বলেন, ‘জুলাইয়ের গণ-আন্দোলনের সময় লাখো মানুষের ভিড়েও নারীদের নিপীড়নের ভয়ে ভীত হতে হয়নি। নারীবিদ্বেষী কটাক্ষ শোনা যায়নি। নারীদের সহিংসতার শিকার হতে হয়নি। নতুন দল গঠনে সরকারের যতটা মনোযোগ, তার সামান্য মনোযোগও আইনশৃঙ্খলা এবং বিচারব্যবস্থা পুনর্গঠনে দেখা যায়নি।’
সিপিবি নেতা মোরসালিনা অনিকার পরিচালনায় সমাবেশে দলটির সম্পাদকমণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, জেলা কমিটির সদস্য মনিষা মজুমদার, নারী শাখার নেতা দীপ্তি সিকদার, মমতা চক্রবর্তী, ট্যানারি শ্রমিকনেতা পিয়া আক্তার প্রমুখ বক্তব্য দেন।