সমুদ্রে তেল ও রাসায়নিক পদার্থ নিঃসরণ হ্রাসে মন্ত্রিসভায় পরিকল্পনা অনুমোদন
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মন্ত্রিসভা সাগর, নদী এবং অন্যান্য ওয়াটার বডিতে তেল ও রাসায়নিক পদার্থের নিঃসরণজনিত ক্ষতি প্রশমনে একটি নতুন খসড়া পরিকল্পনা অনুমোদন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মন্ত্রিসভা ‘দ্য ন্যাশনাল অয়েল এন্ড কেমিক্যাল স্পিল কনটিনজেন্সি প্লান (এনওএসসিওপি)’-এর বাংলা ও ইংরেজি ভার্সন অনুমোদন করেছে। এর লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক ও স্থানীয় নৌপথে পরিবহন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সাগর, নদী এবং অন্যান্য ওয়াটার বডিতে তেল ও রাসায়নিক পদার্থের নিঃসরণজনিত ক্ষতি প্রশমন।
মন্ত্রিসভার বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি আরো বলেন, ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) এবং সাউথ এশিয়া কো-অপারেটিভ এনভারম্যান্ট প্রোগ্রামের (এসএসিইপি) আর্থিক সহযোগিতায় বাংলাদেশ সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এই পরিকল্পনা প্রণয়ন করে।