সরকারি চাল বিতরণকালে হট্টগোল, জেলেদের ওপর হামলার অভিযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে জেলেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আল আমিন (৩৫) নামের এক জেলেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণকালে জেলেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আল আমিন (৩৫) নামের এক জেলেকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত জেলে আল-আমিন অভিযোগ করেন, চাল বিতরণের খরচের নামে ইউনিয়নের প্রতিটি নিবন্ধিত জেলের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে। ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে এ টাকা সংগ্রহ করা হয় এবং প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিনের নির্দেশেই এটি করা হয়েছে।
সাংবাদিক হুজাইফা বলেন, আমি মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করার সময় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের ভাই নাহিদ সিকদার আমার মোবাইল নিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তিন ঘণ্টা পরে আমার মোবাইল বাসায় দিয়ে আসেন।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, পরিষদের সামনে হয়তো ব্যক্তিগত কোনো কারণে মারামারি হয়েছে, তবে চাল বিতরণ নিয়ে কোনো সমস্যা হয়নি। বরাদ্দকৃত চাল যথাযথভাবে বিতরণ করা হয়েছে। জেলেদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এটি পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক বলেন, এইসব কথা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমার নেতৃত্বে এরকম কিছুই ঘটেনি। জেলেরা নিজেরা মারামারি করেছেন। এক জেলে আরেক জেলেকে মারছেন। তারপর ওই জেলের ছেলেপেলে আইসা আবার অপর জেলেকে মারছে।
সাংবাদিকের মোবাইল নেওয়ার বিষয়ে তিনি বলেন, সাংবাদিকের মোবাইল নেওয়া হয়নি। ও আমাদের এলাকার ছোট ভাই। ওরা বন্ধু-বান্ধব, দুষ্টামি করে মোবাইল নিছে। আবার সঙ্গে সঙ্গে মোবাইল ফেরত দিয়ে দিয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, আমি চাল বিতরণ শুরুর পর কিছুক্ষণ সেখানে উপস্থিত ছিলাম। তখন কোনো অনিয়ম চোখে পড়েনি। তবে এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান জহির সরদার ভালো বলতে পারবেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এরকম কোনো অভিযোগ পাইনি। ধুলিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে হাসা