
রাজধানীতে স্বাস্থ্য অধিদফতরের তালিকাভুক্ত করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতালগুলোতে করোনা রোগীদের জন্য আইসিইউতে শয্যা রয়েছে ১১৭টি। বর্তমানে এতে রোগী ভর্তি আছেন ১০ ২ জন, সেই হিসাবে শয্যা ফাঁকা রয়েছে মাত্র ১৫টি। শুক্রবার ( ২৫ ডিসেম্বর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা ডেডিকেটেড কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসিইউ ( নিবিড় পরিচর্যা কেন্দ্র) শয্যা রয়েছে যথাক্রমে ১৬ ও ১০টি। এই দুই হাসপাতালে শুক্রবার পর্যন্ত কোনও আইসিইউ শয্যা খালি নেই।
সরকারি না হলেও স্বায়ত্তশাষিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ) হাসপাতালে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র রয়েছে ১৬টি, এখানেও নেই কোনও খালি শয্যা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের ১৬টি শয্যার মধ্যে রোগী আছেন ১১ জন, খালি শয্যা রয়েছে পাঁচটি, সরকারি কর্মচারী হাসপাতালের ছয়টি শয্যার মধ্যে রোগী আছেন তিন জন, ফাঁকা রয়েছে তিনটি, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৪টি শয্যার মধ্যে রোগী আছেন ২১ টিতে, ফাঁকা রয়েছে তিনটি শয্যা, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৪টি বেডের মধ্যে রোগী আছেন ১১ জন, ফাঁকা রয়েছে তিনটি।
রাজারবাগ পুলিশ হাসপাতালের ১৫টি শয্যার মধ্যে রোগী আছেন ১৪ জন, ফাঁকা রয়েছে একটি। তবে তালিকায় থাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সংক্রমাক ব্যাধি হাসপাতালে করোনা আক্রান্ত রোগী ভর্তি থাকলেও সেখানে কোনও আইসিইউ নেই।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, সরকারি হাসপাতালগুলোতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ১১৭টি শয্যার মধ্যে রোগী ভর্তি আছেন ১০ ২জন, শয্যা ফাঁকা রয়েছে মাত্র ১৫টি।
অপরদিকে, বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে আনোয়ার খান মডার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০ শয্যার মধ্যে রোগী আছেন পাঁচ জন, আসগর আলী হাসপাতালে ৩২ শয্যার মধ্যে রোগী আছেন ২০ জন, স্কয়ার হাসপাতালের ২৫ শয্যার মধ্যে রোগী আছেন ৯ জন, ইবনে সিনা হাসপাতালের ছয় বেডের মধ্যে সবগুলোতে রোগী আছেন, ইউনাইটেড হাসপাতালের ২২ শয্যার মধ্যে রোগীতে আছেন ১৩ জন, এভার কেয়ার হাসপাতালের ২০ শয্যার মধ্যে রোগী ভর্তি আছেন ১৭ জন, ইম্পালস হাসপাতালের ২৫ শয্যা থাকলেও রোগী আছেন আট জন, এ এম জেড হাসপাতালের ২১ শয্যার মধ্যে রোগী আছেন ১২ জন এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ১২ শয্যার সবগুলোতে রোগী ভর্তি আছেন।
রাজধানীতে অধিদফতরের তালিকায় থাকা সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে করোনা আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ শয্যা ২৯০টি, শুক্রবার পর্যন্ত এতে মোট রোগী ভর্তি আছেন ২০৪ জন, আর শয্যা ফাঁকা রয়েছে মোট ৮৬টি।
ঢাকার বাইরে চট্টগ্রামের সাতটি হাসপাতালের আইসিইউ বেড রয়েছে ৪৫টি। এরমধ্যে রোগী আছেন ২১ জন, শয্যা খালি রয়েছে ২৪টি। অন্যান্য বিভাগে আইসিইউ শয্যা রয়েছে মোট ২৪৭টি, এতে মধ্যে রোগী আছেন ৭৫ জন, আর ফাঁকা রয়েছে ১৭২টি শয্যা।
সারাদেশে করোনাতে আক্রান্ত রোগীদের জন্য মোট আইসিইউ শয্যা রয়েছে ৫৮২টি, এতে রোগী ভর্তি আছেন ৩০০ জন, আর খালি শয্যা রয়েছে ২৮২টি।