সরাইলে অন্যের ব্যালটে সিল ও প্ররোচিত করার অপরাধে তিনজনের কারাদণ্ড

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, মে ৮, ২০২৪

জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়াঃ 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে বিধি ভঙ্গের অভিযোগে তিনজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৮ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম শেখ এ সাজা প্রদান করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধভাবে গোপন কক্ষে অন্যের ব্যালট পেপারে সিল মারার সময় পোলিং এজেন্ট শাকিব মিয়াকে (৩৯) আটক করে ১৫ দিন এবং ভোটারদের প্ররোচিত করার দায়ে পোলিং এজেন্ট হৃদয় মিয়াকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের অন্যায়ভাবে প্ররোচিত করায় রাকিব হোসেন (২৪) নামের এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাদেরকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কাটানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ অভিযান পরিচালনা করা হয়। সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ছাড় দেওয়া হবে না।