সরিয়ে দেওয়া হলো স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তাকে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। উপদেষ্টার দপ্তর থেকে তাকে অফিসে আসতে নিষেধ করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, গত বছরের ২ অক্টোবর তুহিন ফারাবীকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। তার নিয়োগের অফিস আদেশে বলা হয়েছিল, তুহিন ফারাবীর এ নিয়োগ হবে অস্থায়ী। উপদেষ্টা যতদিন এ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত থাকবেন অথবা যতদিন তাকে এ পদে রাখার ইচ্ছা পোষণ করবেন ততদিন তিনি এ পদে বহাল থাকবেন। তাকে নিয়ে মন্ত্রণালয়ে নানা ধরনের অভিযোগ উঠেছে।তুহিন ফারাবী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মেডিকেল দলের সদস্য।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক সিনিয়র সহকারী সচিব বলেন, তিনি নিজেকে ‘বিশেষ ব্যক্তিগত কর্মকর্তা’ বলে পরিচয় দিতেন। কিন্তু অর্গানোগ্রামে এমন পদের সুযোগই নেই। বিশেষ শব্দ ব্যবহার করে তিনি ভিজিটিং কার্ডও তৈরি করেছিলেন, যা বেআইনি।