টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ইলমা নামের একটি সার ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ট্রাকটি দুমড়ে মুচড়ে গেলে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
বুধবার(৮ জানুয়ারি) ভোর ৪টা ৪৫ মিনিটে জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড়ে রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভূঞাপুর থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে ট্রেনের যাত্রীদের কোনো ক্ষতি হয়নি।
এ দুর্ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং রেল লাইনের থেকে ট্রাক সরানোর কাজ চলছে। ট্রাকটি সরানো হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।