সাঁথিয়ায় নিখোঁজ ৮ জনের মধ্যে আরও ৩ শিশু উদ্ধার

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

পাবনা প্রতিনিধি:

সন্তানদের নিয়ে আত্মগোপনের কারণ জানতে চাওয়া হলে হবি শেখ বলেন, আমার স্ত্রীর সঙ্গে কয়েক মাস আগে আমাদের বিচ্ছেদ হয়েছে। আমার স্ত্রী ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করায় সন্তানরা তার নানীর কাছে একা থাকত। যেহেতু তালাক হয়েছে, সন্তানদের ওপড় আমার অধিকার আছে তাই তাদের নিয়ে চলে গিয়েছিলাম আমার কাছে রাখতে।

উদ্ধার হওয়া তিন শিশুর মা আয়শা খাতুন বলেন, আমার স্বামী একজন নেশাগ্রস্ত মানুষ এবং জুয়া খেলে। দরিদ্র মানুষ আমরা। আমাদের কোনো সম্পদ নেই। তার কাছে আমার সন্তানরা নিরাপদ নয়। এছাড়া আমার ছেলেরা একেবারেই ছোট। আমার সন্তানদের আমার কাছেই রাখতে চাই। ছেলেদের ফিরে পেয়ে আমি যেন আমার কলিজার টুকরাদের কাছে পেলাম এবং চিন্তামুক্ত হলাম।

উদ্ধার হওয়া বড় শিশু রিয়াদ জানায়, ‘আমার মা বাড়িতে থাকে না, ঢাকায় ছিল। তাই বাবা আমাদের দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে গিয়ে ভিক্ষা করিয়েছে। আমরা আমার মায়ের কাছে থাকতে চাই।’

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘নিখোঁজদের মধ্যে আরও ৩ শিশুসহ মোট ৭ জনকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে শিশুদের তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একটি মেয়ে নিখোঁজ আছে তাকেও উদ্ধারের চেষ্টা চলছে।’

প্রসঙ্গত, গত ১৮ অক্টোবর রিয়াদ, হাসান, হোসাইন, গত ৩ নভেম্বর উপজেলার ঘুঘুদহ গ্রামের হমিম, সোহান, রাফিয়া এবং ৩১ অক্টোবর রাজশাহীর বাঘা উপজেলার মালিয়ান্দহ গ্রামের সুব্রত কর্মকার নিখোঁজ হয়েছিলেন। এরমধ্যে গত ৭ নভেম্বর হমিম, সোহান, রাফিয়া ও সুব্রত কর্মকারসহ মোট ৭ জন উদ্ধার হলো। কশিনাথপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের মৃত ফজলাল শেখের মেয়ে রিদি খাতুন (১৪) নিখোঁজ রয়েছেন।