সাংবাদিক নাদিম হত্যা: জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সম্পাদক পরিষদের

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জুন ১৯, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। গতকাল রোববার (১৮ জুন) এক বিবৃতিতে পরিষদের পক্ষ থেকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে ওই বিবৃতিতে বলা হয়, অতীতেও অনেক সাংবাদিক হত্যার শিকার হয়েছে যাদের বিচার এখনো হয়নি। সত্যের পক্ষে লিখতে গিয়ে সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের হত্যাকাণ্ড সাংবাদিকদের নিরাপত্তাহীনতার দৃষ্টান্ত বলে মনে করে সম্পাদক পরিষদ।

সাংবাদিক গোলাম রব্বানি নাদিমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয় পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ সাক্ষরিত বিবৃতিতে।

পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিপন্থী বিধায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যায় জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানায় সম্পাদক পরিষদ।