সাংবাদিক নাদিম হত্যা: জামালপুরের এসপিকে প্রত্যাহারের দাবি ক্র্যাবের

প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৩

মো. সাইফুল ইসলাম:
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের খুনের ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিচার নিশ্চিত করতে জামালপুরের পুলিশ সুপার (এসপি) নাছির উদ্দিন আহমেদকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন অপরাধ বিষয়ক প্রতিবেদকদের একমাত্র সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক মো. মামুনূর রশীদ। আজ রোববার (১৮ জুন) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির চত্বরে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। আজ রোববার নিউজ পোস্ট বিডিতে পাঠানো সংগঠনের দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় জড়িত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন আয়োজন করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)।
মামুনূর রশীদ বলেন, আজ আমরা রাজপথে দাঁড়িয়ে বিচারের দাবি করছি। স্বাধীনতার ৫০ বছরেরও আমরা এমটা আশা করি নাই।
সাংগঠনিক অবকাঠামো এটার জন্য দায়ী। যেকোনো আপরাধের বিচার হওয়ার উচিত ছিল।


তিনি বলেন, আমরা নাদিম হত্যার বিচার পাব না। কারণ ইতোমধ্যে জামালপুরের এসপি বলেছেন নাদিমকে হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করা হয়নি। এটা হত্যাকাণ্ডের বিচারকে ব্যহত করবে। তিনি আরও বলেন, জামালপুরের এসপি কার ‘পারপাস সার্ফ’ করতে চেয়েছেন? এটা আমরা জানতে চাই। অবিলম্বে ওই এসপিকে প্রত্যাহার করতে হবে।


মামুন আরও বলেন, ওই হত্যাকাণ্ডের মূলহোতা বাবু আগে জাপার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর আগে যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
নাদিমের মায়ের কাছে আমরা কি জবাব দিব এমন প্রশ্ন রেখে ক্র্যাবের সাধারণ সম্পাদক বলেন, নাদিম একজন প্রতিবাদী সাংবাদিক ছিলেন। বিচার নিশ্চিত না করতে পারলে আগামী সাত দিন পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
ডিআরইউর সহ-সভাপতি দীপু সারোয়ার বলেন, ইতোমধ্যে যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, এখনো পর্যন্ত কোনো বিচার হয়নি। তবে সাংবাদিক নাদিম হত্যার বিচার হবে কি না সেটাও দেখার বিষয়। হত্যা ও নির্যাতনের শিকার যারা হচ্ছেন তাদের বিচার নিশ্চিতে আমাদের মাঠে থাকতে হবে।
ক্র্যাবের উপদেষ্টা ইকরামুল কবির টিপু, ক্র্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক রুদ্র মিজান ও সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, আসাদুজ্জামান বিকু, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হোসাইন ইমু বক্তব্য দেন।
উল্লেখ্য, গত বুধবার রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাটহাটি মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানি নাদিম। এ সময় তাকে ব্যাপক মারধর করা হয়। একপর্যায়ে অচেতন হয়ে পড়লে সন্ত্রাসীরা তাকে ফেলে পালিয়ে যায়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।