সাংবাদিক নাদিম হত্যা: ৯ আসামি কারাগারে, রিমান্ড শুনানি কাল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জামালপুর প্রতিনিধি:
জামালপুরে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলায় আটক ৯ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রিমান্ড শুনানি কাল। আজ শনিবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ।
বকশিগঞ্জ থানার ওসি সোহেল রানা বলেন, ৯ জন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারদন পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। কাল রিমান্ড শুনানি হবে। এর আগে নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ সদর উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়।
শনিবার (১৭ জুন) দুপুরে বকশীগঞ্জ থানায় নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম মামলাটি দায়ের করেন। মামলায় ২২ জনের নামোল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০ থেকে ২৫ জনকে।
মামলার দ্বিতীয় আসামি হলেন বাবুর ছেলে ফাহিম ফয়সাল রিফাত ও তৃতীয় আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতা রাকিবুল্লাহ রাকিবকে। এছাড়া বাকিরা হলেন- বকশীগঞ্জের কামালেরবর্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, আর্চাকান্দি গ্রামের গাজী আমর আলী, কাগমারীপাড়া গ্রামের শাফিজল হকের ছেলে মোহাম্মদ শরীফ মিয়া, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার আনার আলীর ছেলে গোলাম কিবরিয়া সুমন, পশ্চিম নামাপাড়া গ্রামের খোরশেদ মণ্ডলের ছেলে ইসমাইল হোসেন স্বপন মণ্ডল, বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার ফরহাদ হোসেন ফক্কার ছেলে মো. খন্দকার শামীম, মালিরচর নয়াপাড়ার মিলন মিয়া, একই এলাকার আব্দুল করিমের ছেলে লিপন মিয়া, পূর্ব কামালেরবার্তী এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির ওরফে মনিরুল, বকশীগঞ্জ নামাপাড়ার শেখ ফরিদ, টাঙ্গারীপাড়ার কামালের ছেলে ওমর ফারুক, বটতলী সাধুরপাড়ার আবুল কালামের ছেলে রুবেল মিয়া, খেতারচর দক্ষিণপাড়া গ্রামের জহুরুল হকের ছেলে সরুজ মিয়া, শান্তিনগর গ্রামের আ. জলিলের ছেলে বাদশা মিয়া, মদনেরচর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আবু সাঈদ, আর্চাকান্দি গ্রামের মজিবর রহমানের ছেলে ইমান আলী, দক্ষিণ ধাতুয়াকান্দা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সোলাইমান হক, কুতুবেরচর গ্রামের রফিকুল ইসলাম (সাবেক মেম্বার) ও সূর্যনগর গ্রামের কারিমুল মাস্টারের ছেলে আমানুল্লাহ।
গত বুধবার (১৪ জুন) রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রাব্বানী নাদিম। পরদিন বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে। আর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে শনিবার সকাল ৭টার আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।