সাংবাদিক নেতা এমএ কুদ্দুস আর নেই

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক সংবাদের স্বনামধন্য কার্টুনিস্ট এমএ কুদ্দুস আর নেই। আজ শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর শাহীনবাগ এলাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। আজ দুপুরের দিকে তার মৃত্যুর বিষয়টি নিউজ পোস্ট বিডিকে নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক আকতার হোসেন।

ডিইউজে’র সাধারণ সম্পাদক আকতার হোসেন তার ফেসবুক পেইজে লিখেছেন ইউনিয়নের রাজনীতিতে একজন তরুণ আদর্শিক নেতাকে আজ আমরা হারালাম।

জানা যায়, এম এ কুদ্দুস দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। আজ সকাল ৮টার দিকে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে স্ট্রোক করে মারা যা। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া নিউজ পোস্ট বিডিকে জানান, মোহাম্মদ আবদুল (এম এ) কুদ্দুস ১৯৭৩ সালের ২০ আগস্ট রাজবাড়ি সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

তিনি সাপ্তাহিক একতা এবং দৈনিক ইত্তেফাকে কার্টুনিস্ট হিসেবে কাজ করেন। মৃত্যুকালে তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক সংবাদ।  বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতিরও (বাচসাস) স্থায়ী সদস্য ছিলেন তিনি। আজ শনিবার (১৫ জুলাই) দুপুর ২টপায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে জানাজা শেষে তার মরদেহ রাজবাড়ির গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাত সাড়ে ৮টায় গ্রামের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত মোহাম্মদ আবদুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বিবৃতিতে নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন জানান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি ও আমাদের সবার প্রিয় দৈনিক সংবাদের কার্টুনিস্ট মোহাম্মদ আবদুল কুদ্দুস একজন ভালো মানুষ ছিলেন। তিনি ছিলেন একজন সৎ ও বিনয়ী এবং সাহসী কার্টুনিস্ট। কার্টুনিস্ট কুদ্দুস হিসেবেই সবার কাছে তিনি ব্যাপক পরিচিতি ছিলেন। তিনি ছিলেন নির্লোভ ও নিরঅহংকারী। সংবাদপত্র কর্মীদের রুটি রুজির অধিকার আদায়ে সবচেয়ে সাহসী ভূমিকা রাখতেন এম এ কুদ্দুস। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। আজ শনিবার ঘুমের মধ্যেই তার এই অকাল মৃত্যু ঘটে।