সাঈদীর মৃত্যু: বিএসএমএমইউর চিকিৎসককে হত্যার হুমকিদাতা আটক

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেওয়া তার চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে প্রাথমিকভাবে আটকের নাম পরিচয় জানায়নি র‍্যাব। আজ বুধবার (১৬ আগস্ট) রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জামায়াত নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতাকে আটক করা হয়েছে। ঝিনাইদহ থেকে তাকে আটক করেছে র‍্যাব। তবে এ বিষয় বিস্তারিত পরে জানানো হবে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ইসিজিসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় পাঠানো হয়। গত রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে বিএসএমএমইউতে ভর্তি করা হয় তাকে। পরদিন সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে চিকিৎসাধীন অবস্থায় সাঈদীর মৃত্যু হয়। ওই মৃত্যুকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে বিএসএমএমইউর ওই চিকিৎসককে হত্যার হুমকি দেন একব্যক্তি। এ ঘটনায় ওই চিকিৎসক ধানমন্ডি থানায় একটি জিডি করেন। এরপর থেকেই সেই হুমকি দাতাকে ধরতে মাঠে নামে র‍্যাব ও পুলিশ। ওই জিডির ভিত্তিতে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। অবশেষে গোপন সংবাদে ঝিনাইদহ থেকে সেই হুমকিদাতাকে আটক করা হলো।