‘সাঈদ হত্যায় যত ক্ষমতাশালী পুলিশ জড়িত হোক, আইনের আওতায় আনা হবে’

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৪

রংপুর প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মজিদ আলী বলেছেন, ‘আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত না হলে কোটাবিরোধী আন্দোলন সারা দেশ ও বিদেশে এভাবে উত্তাল হতো না। সহস্রাধিক ছাত্র-জনতার রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি বলেই, আমার মতো দীর্ঘদিন ধরে বঞ্চিত লোক মেট্রোপলিটন পুলিশের কমিশনার হতে পেরেছি।’

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
মজিদ আলী বলেন, ‘সাঈদ হত্যার সঙ্গে জড়িত যত বড়ই শক্তিশালী পুলিশ কর্মকর্তা হোক না কেন- তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে কোনও ছাড় দেওয়া হবে না। অতিউৎসাহী কিছু পুলিশ কর্মকর্তা নিজেদের স্বার্থ রক্ষা করতেই আবু সাঈদকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে।’

পুলিশ কমিশনার বলেন, ‘আমি ৮ সেপ্টেম্বর নয়া পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণের পর সাঈদের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তার বাবা-মাসহ স্বজনদের একটি বার্তা দিয়েছি। আবু সাঈদ নিহত হয়েছে ঠিকই- কিন্তু তিনি যে ইতিহাস রচনা করে গেছেন যা শত বছর পরও বাংলাদেশসহ সারা বিশ্ব তাকে স্মরণ করবে।’

তিনি বলেন, ‘নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনূস যার বক্তৃতা শোনার জন্য আমেরিকার সংসদ সদস্য আর রাজনীতিবিদরা টাকা দিয়ে টিকিট কেটে আসেন। সেই বরেণ্য ব্যক্তি বাংলাদেশে এসেই আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। আবু সাঈদের পরিবারকে বলেছি, আপনারা তাকে নিয়ে গর্ব করতে পারেন। সে এখন শুধু পীরগঞ্জের বাবনপুর গ্রামের সন্তান নয়- সারা বিশ্বের গণতন্ত্রকামী শত কোটি মানুষের প্রাণের স্পন্দন।’

পুলিশ কমিশনার বলেন, ‘৫ আগস্ট পর্যন্ত বিপ্লবে হাজারও ছাত্র জনতার পাশাপাশি অনেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বিষয়টি বুঝতে হবে। আমরা মানুষের জানমাল রক্ষাসহ সব কর্মকাণ্ডে জনগণকে সব ধরনের সুবিধা দেওয়ার কাজ শুরু করেছি। যোগদান করেই পুলিশ সদস্যদের বলেছি, জনগণের সেবক হয়ে কাজ করেন বিপদে পড়া মানুষদের সহায়তা করেন- না হলে কঠোর ব্যবস্থা নিতে বিন্দু মাত্র দেরি করা হবে না।’