ক্রীড়া ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দলে নেই সাকিব আল হাসান। ছিলেন না ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও। টানা দুই সিরিজে দলের বাইরে থাকা এই অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার কি এখানেই শেষ? এমন প্রশ্ন ঘুরছে অনেকের মনেই।
সাকিবের ভবিষ্যত নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘এটা আলোচনার বিষয়। এটা আমরা সামনের দিকে তাকিয়ে দেখব সামনে কি হয়। এই মুহূর্তে যারা দলে আছে তাদের নিয়ে চিন্তা করা উচিত।’
আপাতত সাকিবকে ছাড়াই পরিকল্পনা করছে বিসিবি। বাশার বলেন, ‘আমরা যদি অন্য কেউ আসলে ভালো করব, সে না আসলে খারাপ করব- এটা আমাদের মাথা থেকে দূর করে দেওয়া উচিত। আমাদের যা আছে তা নিয়েই পরিকল্পনা করা উচিত।’
দলের সাম্প্রতিক পারফর্মম্যান্স নিয়ে বাশার বলেন, ‘এই সিরিজটা আমাকে খুব অবাক করেছে। আমি সত্যিই বিস্মিত হয়েছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে ওদের কন্ডিশনে খুব ভালো করেছিলাম। ভারত সফর থেকে আমাদের আকস্মিক বিপর্যয় শুরু হয়েছে। ভারত শক্তিশালী দল, সেখানে সবাই সংগ্রাম করে। আশা করেছিলাম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো করব। আমি তো আশা করেছিলাম সিরিজ জিতব।’
‘কারণ এর আগে যতগুলো দক্ষিণ আফ্রিকার দল এসেছে, এরা সবচেয়ে অনভিজ্ঞ ছিল। এর আগে অনেক শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা খেলেছি। এ দলটা বেশ অনভিজ্ঞ এই কন্ডিশনে খেলার জন। আমার প্রত্যাশা ছিল এই সিরিজটা জিতব এবং আমরা ভালো খেলব। বিস্ময়করভাবে আমরা দুটি টেস্টেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারিনি। যে ক্রিকেটটা খেলেছি সেটা আমার কাছে একদম গ্রহণযোগ্য না। আমি নিজেও খুব অবাক হয়েছি।’-যোগ করেন তিনি।