খেলাধুলা ডেস্ক:
এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। এসিসি, আইসিসি ইভেন্টসহ খেলেছেন একাধিক ফ্যাঞ্চাইজি লিগেও। সবমিলিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশের ক্রিকেটের পোস্টার বয়। তাকে দেখে অনুপ্রেরণা পান তরুণ ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন তানজিম হাসান সাকিবও।
সাকিবের থেকে যা শিখতে চান তানজিম সাকিব
এক যুগেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন সাকিব আল হাসান। এসিসি, আইসিসি ইভেন্টসহ খেলেছেন একাধিক ফ্যাঞ্চাইজি লিগেও। সবমিলিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার দেশের ক্রিকেটের পোস্টার বয়। তাকে দেখে অনুপ্রেরণা পান তরুণ ক্রিকেটাররা। সেই তালিকায় আছেন তানজিম হাসান সাকিবও।
সদ্যই পা রেখেছেন আন্তর্জাতিক ক্রিকেটে। তবে সতীর্থ হিসেবে ড্রেসিংরুমে পেয়েছেন সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে। যার থেকে অনেক কিছু শেখার আছে বলে মনে করেন তানজিম। প্রথমবার সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ খেলতে গেছেন এই পেসার। তার আগে নিজের অনুভূতি জানিয়েছেন বিসিবির প্রকাশিত এক ভিডিওতে।
সেখানে সাকিবকে নিয়ে তানজিম বলেন, ‘সাকিব ভাইয়ের যে কঠিন মানসিকতা, সেটা আনার চেষ্টা করব। সব সময় ভালো লাগে যে তিনি মানসিকভাবে শক্ত থাকেন। যেকোনো পরিস্থিতিকে খুবই শান্তভাবে সামাল দিতে পারেন। ওনার এ ব্যাপারটি আমার খুব ভালো লাগে।’
যুবা দলের সতীর্থ তাওহীদ হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ তানজিম। এ নিয়ে তিনি বলেন, ‘তাওহিদ হৃদয় আমার পছন্দের ব্যাটসম্যান। তার ব্যাটিং খুবই উপভোগ করি। তার হিটিং আমার খুবই ভালো লাগে। নেটে বল করতেও ভালো লাগে। তার এবং আমার মধ্যে সব সময় একটা চ্যালেঞ্জ কাজ করে। আমি সব সময় তাকে বলি, আমাকে ছয় মারেন! ছয় মারেন! তো, আমি সব সময় তাকে চ্যালেঞ্জ দিই, সে-ও মজা পায় চ্যালেঞ্জ নিয়ে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে তানজিম বলেন, ‘বিশ্বকাপ সব সময়ই রোমাঞ্চকর। এটা সবারই লক্ষ্য। আশা থাকে যে বিশ্বকাপে খেলব, ওখানে খেলে যেন দেশকে কিছু দিতে পারি। আমারও একই লক্ষ্য থাকবে। যদি সুযোগ পাই, আমার পারফরম্যান্সে যেন দল বিজয় লাভ করে।’