সাকিব-লিটনকে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন বাংলাদেশ। আগেই জানা গিয়েছিল এই দলে থাকবেন না দুই তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবাল। শুধু তাই নয়, ১৫ সদস্যের দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসের।

রোববার (১২ জানুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। লিটনের বাদ পড়ার কারণ হিসেবে বাজে ফর্মকে উল্লেখ করেছেন তিনি। দুই দফায় বোলিং পরীক্ষা দিয়েও উত্তীর্ণ হতে পারেননি সাকিব আল হাসান। তাই শুধু ব্যাটার হিসেবে সাকিবকে বিবেচনা করেননি নির্বাচকরা।

ওপেনার হিসেবে আছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। এছাড়া আছেন পারভেজ হোসেন ইমন। মিডলঅর্ডার সামলানোর জন্য রয়েছেন তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলী। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান মিরাজ।

স্কোয়াডে রাখা হয়েছে চার পেসারকে। তানজিম সাকিব, নাহিদ রানা, তাসকিন আহমেদের সঙ্গে আছে অভিজ্ঞ মোস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। আর স্পিনার হিসেবে নাসুম আহমেদের সঙ্গে আছেন লেগী রিশাদ হোসেন।

চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলী অনিক, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।