রাজবাড়ী প্রতিনিধি:
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১ টা থেকে রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পাড়ে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে বেশকিছু যানবাহন। পরিস্থিতি স্বাভাবিক হলে সাড়ে ৯ ঘণ্টা ফেরি চলাচল শুরু হয়।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মাদ সালাউদ্দিন ফেরি সার্ভিস বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। শনিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১ টার দিকে নৌপথ কুয়াশার চাদরে ঢেকে ফেলে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ যে কোন ধরনের দুর্ঘটনা এড়াতে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে ফের ফেরি চলাচল স্বাভাবিক হয়। গুরুত্বপূর্ণ এই নৌরুটে টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শতশত যাত্রী ও পরিবহন চালকরা। দৌলতদিয়া ঘাট এলাকায় নদীর শীতল বাতাসের মধ্যে সারা রাত আটকে থাকায় সবচেয়ে বেশি কষ্টে রয়েছে শিশু ও মহিলারা।
মোহাম্মাদ সালাউদ্দিন বলেন, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল শনিবার দিবাগত রাত ১টা থেকে ফেরী চলাচল বন্ধ রাখা হয়েছিল। দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার সকাল সাড়ে ১০ টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। দুর্ভোগ কমাতে আটকে থাকা যাত্রীবাহী যানবাহনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হবে।