সাতক্ষীরায় ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০২৫

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে শহরের বাইপাস সড়কের বকচারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসাইন সুজন এবং সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ এহসান হাবিব অয়ন।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম। তিনি বলেন, ঝাউডাঙ্গা বাজারে হাফিজুর হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলার নম্বর ৫০/৯/২০২৪।