ক্রীড়া ডেস্ক:
নেপালে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে গতকাল সন্ধ্যায় স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। গেলবারের ধারাবাহিকতায় এবারেও চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে বিশেষ ছাদ খোলা বাসের সংবর্ধনা।
দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ দল দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকা এসে পৌঁছাবে। এর বেশ আগেই ছাদখোলা বাসটি বিমানবন্দরে নিয়ে আসা হয়।
বাসটি ঘিরে উৎসুক সমর্থকেরা। অনেকেই বলছে বাসটি সুন্দর হয়েছে। শুধু খেলোয়াড়দের ছবি থাকাতে অনেকেই বাহবা দিচ্ছেন। শুধু তাই নয়, এবার বাসে উঠবেন শুধু নারী ফুটবলাররাই। আগেরবার ফেডারেশনের কর্মকর্তা থেকে শুরু করে সরকারের উচ্চপর্যায়ের অনেকেই ছিলেন, কিন্তু এবার থাকবেন শুধুই খেলোয়াড়েরা। জানা গেছে, মেয়েদের উপভোগ করতে দিতেই বাসে ভীড় করবেন না কর্মকর্তারা।
আগেরবার সাবিনাদের বরণ করে নিতে বিমানবন্দরে অনেক ফুটবলভক্ত হাজির হয়েছিলেন, এবার সংখ্যাটা কম। বাংলাদেশ দলকে বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হবে বাফুফে ভবনে। সেখানে থাকবেন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটির নতুন সভাপতি তাবিথ আউয়াল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে নারী দলকে সংবর্ধনা দেওয়া হবে। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন কোচ পিটার বাটলার ও অধিনায়ক সাবিনা খাতুন।