সাবেক এমপি ফজলে করিমের বাড়ি থেকে অবৈধ অস্ত্র জব্দ

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৪

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বাড়িতে অভিযান চালিয়ে চারটি অবৈধ অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার সকালে রাউজান উপজেলার গহিরাতে তাঁর গ্রামের বাড়িতে এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা পুলিশ। এদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে রাজধানীসহ সারাদেশে যৌথ বাহিনীর গত ২১ দিনের অভিযানে ২১৬টি অস্ত্র উদ্ধার ও ৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান সমকালকে বলেন, সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পৈতৃক বাড়ির আলমারিতে থাকা একটি ২২ বোরের রাইফেল, একটি এলজি, একটি রিভলবার, একটি শটগান ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এর মধ্যে শুধু রাইফেলের লাইসেন্স ছিল। তবে সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে এটি জমা না দেওয়ায় অবৈধ হয়ে গেছে। আর বাকি অস্ত্রগুলো অবৈধ। এ ঘটনায় রাউজান থানায় মামলা হয়েছে।

তবে সাবেক এ এমপির বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হয়নি রাউজান থানা পুলিশ। থানার ওসি মীর মাহাবুর রহমান সমকালকে বলেন, অভিযানের বিষয়ে জেলা থেকে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।
এদিকে পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশ থেকে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে– রিভলভার ১১টি, পিস্তল ৬২, রাইফেল ১৩, শটগান ২৮, পাইপগান ৬, শুটারগান ২৩, এলজি ২০, বন্দুক ৩১ ও একে-৪৭ রাইফেল একটি। এ ছাড়া আছে গ্যাসগান দুটি, চায়নিজ রাইফেল একটি, এয়ারগান চারটি, টিয়ার গ্যাস লঞ্চার দুটি, এসএমজি পাঁচটি, এসবিবিএল পাঁচটি এবং থ্রি-কোয়ার্টার দুটি।

যৌথ অভিযানে রয়েছে সশস্ত্র বাহিনী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, র‍্যাব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।