সাবেক দলকে পেয়ে আইপিএলে ইতিহাস গড়লেন রাহুল

প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

প্রতিশোধ বোধকরি এভাবেই আসে। গেল আসরে কে এল রাহুল ছিলেন লখনৌ সুপার জায়ান্টসের। সেবারে দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তার মনোমালিন্যের খবর কয়েকবারই শিরোনাম হয়েছিল। আর এবারে ঠিকানা বদলে রাহুল এসেছেন দিল্লি ক্যাপিটালসে। আর রাজধানীর ফ্র্যাঞ্চাইজিতে আছেন দারুণ ছন্দে। কিন্তু, আইপিএল ইতিহাসে নিজের নামটা খোঁদাই করে রাখতে বেছে নিলেন নিজের সাবেক দল লখনৌকেই। সঞ্জীব গোয়েঙ্কা হয়ত গ্যালারি থেকে দেখে খানিক আক্ষেপেও পুড়ছিলেন। চোখের সামনেই যে চেয়ে চেয়ে দেখলেন তার দলের সাবেক অধিনায়ক আইপিএলের ইতিহাসটাই লিখছেন নতুন করে।
ঘরের মাঠে এইডেন মার্করাম এবং মিচেল মার্শে ভর করে ২০ ওভারে ১৫৯ পর্যন্ত গিয়েছিল লখনৌ।

জবাবে অভিষেক পোড়েলের ৫১ রানের সঙ্গে কেএল রাহুলের ৫৭ রান দিল্লিকে এনে দেয় ৮ উইকেটের বড় জয়। আর ৫৭ রানের ইনিংস খেলার পথে আইপিএলে দ্রুততম ৫ হাজার রানের মালিক হয়েছেন রাহুল। আইপিএলে ইনিংসের হিসেবে দ্রুততম ৫০০০ রানের রেকর্ড এখন ভারতীয় এই উইকেটরক্ষকের। এই মাইলফলকে পৌঁছাতে রাহুলের লাগল ১৩০ ইনিংস। তিনি পেছনে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। অস্ট্রেলিয়ার এই কিংবদন্তির আইপিএলে ৫০০০ রান ছুঁতে লেগেছিল ১৩৫ ইনিংস। আইপিএল ইতিহাসে আর কেউই ১৫০ ইনিংসের আগে ৫ হাজার রান করতে পারেননি। ইনিংস বিচারে আইপিএলে দ্রুততম ৫ হাজার রান

কেএল রাহুল – ১৩০ ইনিংস
ডেভিড ওয়ার্নার – ১৩৫ ইনিংস
ভিরাট কোহলি – ১৫৭ ইনিংস
এবি ডি ভিলিয়ার্স – ১৬১ ইনিংস

 

গতকালের ইনিংসের পর আইপিএল ইতিহাসে রানতাড়ার দিক থেকে সেরা ব্যাটার বনে গিয়েছেন রাহুল। আইপিএলে পরে ব্যাট করতে গিয়ে অন্তত ১ হাজার রান করেছেন এমন ব্যাটারদের গড় হিসেবে সবার ওপরে দিল্লির এই ব্যাটার। এই তালিকায় তিনিই একমাত্র ব্যাটার যার গড় ৫০ এর বেশি।

আইপিএলে রানতাড়ায় সবচে বেশি গড় (কমপক্ষে ১ হাজার রান)

৫০.৮২ – কেএল রাহুল
৪৯.১১ – ডেভিড মিলার
৪২.৪০ – শন মার্শ
৪০.৮৪ – ভিরাট কোহলি

ইতিহাস গড়ার এই ম্যাচে দলকে জিতিয়েছেন রাহুল। যে জয় দিল্লিকে নিয়ে গেছে ১২ পয়েন্টে। সমান পয়েন্ট গুজরাট টাইটানসেরও। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকায় গুজরাট শীর্ষে আর দিল্লি দুইয়েই রয়ে গেল। অন্যদিকে ১০ পয়েন্ট নিয়ে লখনৌ রয়ে গেল ৫ম স্থানে।