সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং সচিবসহ ৩ জনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকেরসাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং সচিবসহ ৩ জনের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত শম্ভুর অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
তাদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে।