সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ আরও একজনের মৃত্যু

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৫

সাভার প্রতিনিধি:

সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সুমন মিয়া (৩২) নামে আরও জনের মৃত্যু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, গতকাল সাভার থেকে শিশু ও নারীসহ ১১ জনকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়েছিল। এদের মধ্যে সুমন মিয়া নামে আরও একজন আইসিইউতে মারা গেছেন। তার শরীরে ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে আজ ভোরে শিউলি আক্তার নামে আরও একজন মারা যান। তার শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল। এখনও ৬ জন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে শারমিনের ৪২ শতাংশ দগ্ধ, সোয়ায়েদের ২৭ শতাংশ দগ্ধ, মনির হোসেনের ২০ শতাংশ দগ্ধ, মাহাদীর ১০ শতাংশ দগ্ধ, ছাকিনের ১৪ শতাংশ দগ্ধ, সোহেলের ১০ শতাংশ দগ্ধ, সুরাইয়ার ৯ শতাংশ দগ্ধ, সূর্য বানুর ৭ শতাংশ দগ্ধ ও জহুরা বেগমের শরীরের ৫ শতাংশ দগ্ধ রয়েছে।উল্লেখ্য, গত শনিবার সাভারের আশুলিয়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন- সূর্য বানু (৪৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৫), সোহেল (৩৮), সুমন মিয়া (৩২), শিউলি আক্তার (৩২), শারমিন (৩৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও সুরাইয়া (৩)।