সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ডোমারে বিক্ষোভ

প্রকাশিত: ১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪

নীলফামারী প্রতিনিধি:

আগস্টের ৫ তারিখ সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নীলফামারীর ডোমারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
রোববার (১১ আগস্ট) বিকাল ৪টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে উপজেলার হিন্দু সম্প্রদায়। হৃদয়ে স্বাধীনতা চত্বর হতে বিভিন্ন প্রতিবাদমূলত লেখা প্লেকার্ড ও ব্যানার হাতে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডোমার রেল ঘুমটি মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে ক্ষত্রিয় সমিতির সভাপতি গোড়াচাঁদ অধিকারীর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায়। এছাড়াও সনাতন ধর্মালম্বী শেখর সাহা, বানেশ্বর রায়, অমল রায়, প্রদীপ কুমার শর্মা, মিন্টু কুমার সাহা, সত্যেন রায়, উজ্জ্বল কাঞ্জিলাল প্রমূখ বক্তব্য দেন। বক্তরা দ্রুত সময়ে এসব হামলা বন্ধ করার আহ্বান জানান।