সারাদিন খুনসুটিতে কাটতো ভাইবোনের, মৃত্যুও একসঙ্গে

প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

 

মাদারীপুর প্রতিনিধি:

মাদ্রাসায় যাওয়া থেকে শুরু করে নদীতে গোসল- সবকিছুতেই একসঙ্গে থাকতো দুজন। সারাদিন খুনসুটিতে কাটানো এই দুই ভাইবোনের মৃত্যুটাও হয়েছে একসঙ্গে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মাদারীপুরের শহরের তরমুগুরিয়া এলাকায় নিখোঁজের ৩ দিন পর কুমার নদে ভেসে উঠে তাদের মরদেহ। গত ৫ ফেব্রুয়ারি নদে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।

নিহতরা হলো, বরিশাল জেলার গৌরনদী উপজেলার লিটন মাতুব্বরের মেয়ে কুলসুম আক্তার (১২) ও ছেলে মিরাজ মাতুব্বর (৭)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় ওই পারিবারে চলছে শোকের মাতম। পুরো এলাকায় নেমে এসেছে নিস্তব্ধতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের সংসারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙ্গারি কেনাবেচার কাজে বাইরে যান। মা কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে ৫ ফেব্রুয়ারি মাদ্রাসা থেকে এসেই পাশের কুমার নদীতে গোসলে যায় ভাই-বোন। দুপুর ১ টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের সন্ধান পায়নি ডুবুরি দল।

সবশেষ শনিবার সকালে কুমার নদের থানতলি এলাকা মিরাজ মাতুব্বর এবং বোন কুলসুম আক্তারের মরদেহ কুমার নদের বালু ঘাটে ভেসে ওঠে। স্থানীয়রা লাশ দুটি উদ্ধার করে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় কুলসুম-মিরাজের পরিবারে নেমে এসেছে শোকের মাতম। তাদের বাবা লিটন মাতুব্বর বলেন, ‘আল্লাহ আমারে এ কোন শাস্তি দিলো। আমি তো কোনো অন্যায় কাজ করি না। আমার দুই সন্তানকে কেন এভাবে কেড়ে নিলো।’

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ নেই। পরিবার যদি চায় তাহলে লাশের ময়নাতদন্ত করা হবে। অন্যথায় লাশ পরিবারকে বুঝিয়ে দেওয়া হবে।’

 

ভভ