
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলার সালথা বাগবাড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬টি বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে এ সংঘর্ষের বিষয়ে এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তারের জন্য সালথার বাগবাড়ি এলাকায় একটি অংশের নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য (বর্তমানে বহিস্কৃত) আছাদ মাতুববর (৪৫)। অপর অংশের নেতৃত্ব দেন বাগবাড়ি গ্রামের বাসিন্দা ফরিদপুর পৌর জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা (৪৩)।
বিএনপি নেতা আছাদ মাতুববরের সমর্থক আফতাব মৃধা ও জামায়াত কর্মী জাহাঙ্গীর মোল্লার (৪৩) সমর্থক তুরাপ মাতুববরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বাড়িঘরে হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণ করে। সোমবার দুপুর পর্যন্ত বিবাদমান কোনো পক্ষ থানায় কোনো অভিযোগ দেননি।