সালাউদ্দিনকে আল্টিমেটাম ও অবাঞ্ছিত করার ঘোষণা

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

পট পরিবর্তনের পর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। আজ সকালে বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়েছে।
বিএনপির অন্যতম শীর্ষ নেতা ও ক্রীড়া উন্নয়ন পরিষদের সভাপতি আব্দুস সালাম আজ বলেন, ‘কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তিনি যদি পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গন থেকে অবাঞ্ছিত হবে।’
জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও সালাউদ্দিনের পদত্যাগ দাবি জানিয়ে বলেন, ‘ফুটবল ফেডারেশনে সালাউদ্দিন সহ অন্যদের থাকার অধিকার নেই। তারা দুর্নীতি ও ফুটবলকে নিচে নামিয়েছে।’

ফুটবল ফেডারেশনে রাজনৈতিক চাপ ও সরকারি হস্তক্ষেপ হলে ফিফার নিষেধাজ্ঞার শঙ্কা রয়েছে। এই বিষয়ে প্রশ্ন হলে আমিনুল বলেন, ‘আমরা নিয়মতান্ত্রিক উপায়ে ফুটবল ফেডারেশনে পরিবর্তন চাই। ফিফার সঙ্গে আলোচনা করেই সব কিছু করা যাবে। তবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন বাঁচাতে সেটা সালাউদ্দিনের পদত্যাগের বিকল্প নেই।’
ফুটবল ফেডারেশনের অন্যতম প্রভাবশালী সদস্য মাহফুজা আক্তার কিরণ। সমর্থক ও অনেক সংগঠক কিরণের পদত্যাগ দাবি করলেও আমিনুলের বক্তব্য, ‘কিরণকে আমি সেভাবে চিনি না। আমরা দুর্নীতিবাজ সালাউদ্দিনের পদত্যাগ চাই।’