সিটি কলেজ অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগ দাবি, সড়ক অবরোধ ছাত্রদের

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সাইন্সল্যাব মোড়ে অবস্থিত ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পদক্ষেপের দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের সামনে থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। এসময় শিক্ষার্থীদের অধ্যক্ষ ও উপাধ্যক্ষ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলেন, কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক এবং উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান বিধি বহির্ভূতভাবে কলেজে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তারা ব্যক্তিগত স্বার্থের জন্য কলেজকে ব্যবহার করছেন। সেজন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে যথাযথ সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

অপরদিকে, অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে করে মুহূর্তেই সড়কে জমা হয়ে গেছে শত শত গাড়ি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।