সিটি নির্বাচনে ৫০ শতাংশ ভোটই যথেষ্ট: সিইসি

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জুন ২১, ২০২৩

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, স্থানীয় নির্বাচনে ভোটকেন্দ্রে ৫০ শতাংশ ভোটার পাওয়াই যথেষ্ট। বুধবার (২১ জুন) রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচন শেষে ঢাকায় ইসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ভোটগ্রহণ শেষে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে সিইসি বলেন, ‘তিনি যতদূর জেনেছেন রাজশাহীতে ৫২-৫৫ শতাংশ পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল। সিলেটে ভোটের হার হতে পারে ৪৬ শতাংশ। এটা জানতে পেরেছি; কম-বেশি হতে পারে, হেরফের হতে পারে।’ এ ধরনের নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়াটাই ‘গুড এনাফ’, বলেন তিনি।

তবে ৬০-৭০% হলে তা এক্সিলেন্ট হবে উল্লেখ করেন হাবিবুল আউয়াল।

তিনি বলেন, ‘আমরা সন্তুষ্ট বোধ করছি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটাররা অবাধে, নির্বিঘ্নে এসে ভোট দিয়েছেন। কোথাও কোনো বাধা পেয়েছে বলে শুনিনি, তথ্য পাইনি। কাজেই সার্বিকভাবে আজকের নির্বাচনগুলো ভালো হয়েছে।’