বিনোদন ডেস্ক:
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত-সমালোচিত চিত্রনায়ক জায়েদ খান। গেল ঈদে তার অভিনীত ‘সোনার চর’ সিনেমাটি মুক্তি পেয়েছে। যা মোটামুটি সাড়া ফেলেছে। বর্তমানে বিভিন্ন শোরুম উদ্বোধন থেকে শুরু করে দেশ-বিদেশে স্টেজ শো করে সময় কাটছে এই চিত্রনায়কের। তারই অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় শো করতে গেছেন জায়েদ খান। আর সেখানে গিয়ে শুধু ডিগবাজিই নয়, গান গেয়েও শুনিয়েছেন তিনি।
জানা গেছে, রোববার (৫ মে) সিডনির ক্যাম্পসিতে আয়োজিত বৈশাখী আড্ডা অনুষ্ঠানে পারফর্ম করেন জায়েদ খান। পরে দর্শকদের অনুরোধে দেন ডিগবাজি। এসময় প্রবাসী বাংলাদেশিদের মনোরঞ্জনে তিনি গান গেয়েও শোনান।
বিষয়টি নিয়ে জানতে চাইলে গণমাধ্যমকে জায়েদ বলেন, আমি যেখানেই যাই, সেখানেই ভালোবাসা পাই। সিডনিতেও আমার অনেক ভক্ত রয়েছেন, তাদের ভালোবাসা পেয়েছি। সুন্দর একটি অনুষ্ঠান ছিল। সিডনি ঘুরে দেখেছি, চমৎকার পরিবেশ।
এর আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নে আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই চিত্রনায়ক। সব ঠিক থাকলে আগামী ১০ মে দেশে ফেরার কথা আছে তার।