সিনিয়র খেলোয়াড়দের না থাকা নিয়ে যা বললেন শান্ত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশ দল সাকিব-তামিম-মুশফিককে ছাড়া কোনও ওয়ানডে খেলতে নেমেছিল। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এই তিনজনের কেউই ছিলেন না। তামিম-সাকিব এই সিরিজের দলে নেই। ইনজুরির কারণে মুশফিক ছিটকে গেছেন। তারপরও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে সমতায় ফিরেছে শান্ত-মিরাজরা।

সিনিয়র খেলোয়াড় না থাকার বিষয়ে শান্ত বলেন, ‘আস্তে আস্তে এখন আমাদের এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। কারণ সব সময় তারা খেলবেন না। তারা যতদিন আমাদের ড্রেসিং রুমে থাকবেন এটা বাড়তি একটা হেল্প হয়ই। কারণ (তাদের) অনেক অভিজ্ঞতা। তার মানে এই নয় আমাদের সব সময় তাদেরকে নিয়েই চিন্তা করতে হবে। সময় হচ্ছে আমরা যারা আছি ওইভাবে দায়িত্বটা নেওয়ার’
সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ধস নামলেও দ্বিতীয় ম্যাচে ভুল করেনি শান্তরা। ব্যাট হাতে অধিনায়ক শান্ত ৭৬ রান করেছেন। সঙ্গে জাকের আলী অনিকের ৩৭ রানে ভর করে ২৫২ রান তোলে বাংলাদেশ। সিরিজে সমতায় ফেরা নিয়ে শান্ত বলেছেন, ‘কঠিন ছিল যেভাবে আমরা খেলছিলাম। তবে সবার বিশ্বাস ছিল ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারবো। খুশি যে আগের দিন আমরা যে কমিটমেন্ট করেছি সবাই প্রসেসটা ফলো করেছে।’