সিনেমার বাজিতে হেরেই কি অক্ষয়কে বিয়ে করেন টুইঙ্কল

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

বিনোদন ডেস্ক:

 

নিজের ফ্লপ সিনেমা কেরিয়ার অনেক সময়ই দাম্পত্যের কাঁটা হতে পারে। কিন্তু টুইঙ্কল খান্না-অক্ষয় কুমারের দাম্পত্যে সেটা দানা বাঁধেনি। বরং ভালোবাসায় বেঁধে থেকেছেন দুজনে। এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন ২৩ বছর।

রোববার ইনস্টাগ্রামে টুইঙ্কলকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে একটি মজার ভিডিও শেয়ার করেছেন অক্ষয় কুমার। ভিডিওর শুরুতে লেখা, ‘সবাই আমার স্ত্রীকে যা ভাবে’। এরপরে দেখা গেছে টুইঙ্কল খান্না বাড়িতে একটি চেয়ারে করে বই হাতে বসে মনোরম আবহাওয়া উপভোগ করছেন। চুলে হাত দিয়ে বিলি কাটছেন অক্ষয় ঘরণী, ফুরফুরে সেই পরিবেশে তার সামনের টেবিলে সাজানো একটা জ্বলন্ত মোমবাতি, চায়ের কাপ। পরে টুইঙ্কলকে ড্রয়িং রুমে মনের আনন্দে নাচতে দেখা গেছে ওই ভিডিও। কালো টপ এবং সবুজ প্যান্টে মন খুলে নাচলেন টুইঙ্কল, ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘ও টিনা ও টিনা গান’।

জন্মদিনের শুভেচ্ছা শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘টিনা তুমি শুধু কোনও একটা ম্যাচ নও; তুমিই আসল খেলা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে আমার পেট ব্যথা না হওয়া পর্যন্ত হাসতে হয়, কীভাবে রেডিওতে প্রিয় গান বাজলে মন থেকে সেটা গাইতে হয় এবং কীভাবে নাচতে হয়। সত্যিই তোমার মতো কেউ নেই।’
এর আগে ‘কথি উইথ করণ’র মঞ্চে বিয়ে নিয়ে মনে করা বলেছিলেন অক্ষয়। ‘মেলা’ সিনেমা ছবি ফ্লপ না হলে নাকি টুইঙ্কলের সঙ্গে তার বিয়েটাই হত না। প্রেমিকের বিয়ের প্রস্তাব বারবার নাকোচ করে দিয়েছিলেন টুইঙ্কল। এরপর ‘মেলা’য় মন দেন অভিনেত্রী।

অক্ষয় বলেন, ‘টিনা ভীষণ কনফিডেন্ট ছিল ‘মেলা’ হিট হবে। আমাকে পাল্টা বলেছিল, যদি এই ছবিটা না চলে তবেই আমি তোমাকে বিয়ে করব। সৌভাগ্যবশত ‘মেলা’ চলেনি। আর ও আমাকে বিয়ে করে নেয়’।

১৯৯৫ সালে ‘বারসাত’র মধ্যে দিয়ে বলিউডে অভিষেক হয় সুপারস্টার রাজেশ খান্নার বড় মেয়ের। তার কয়েক বছর পরেই বিয়ে করে অভিনয় জগত থেকে দূরে সরে যান টুইঙ্কল।

অভিনেত্রী হিসাবে বলিউডে সাফল্য না পেলেও টুইঙ্কল বর্তমানে একজন সফল লেখিকা। ‘মিসেস ফানি বোনস’ নামে কলম লেখেন রাজেশ খান্না ও ডিম্পেল কাপাডিয়া কন্যা। ২০০১ সালের ১৭ই জানুয়ারি সাত পাকে বাঁধা পড়েন খিলাড়ি কুমার ও তার লেডি লাভ টুইঙ্কল।

‘জলি এলএলবি থ্রি’তে দেখা যাবে অক্ষয়কে। এই সিনেমায় তার সঙ্গী আরশাদ ওয়ারসি ও হুমা কুরেশি। ‘স্কাই ফোর্স’ এবং ‘হাউসফুল ৫’র মতো মাল্টিস্টারের প্রোজেক্টেও দেখা মিলবে আক্কির। তরুণ মানসুখানি পরিচালিত ‘হাউসফুল ৫’ মুক্তি পাবে ২০২৫ সালের ৬ জুন।