
বিনোদন ডেস্ক :
বলিউডের নব্বই দশকের অ্যাকশন তারকা সানি দেওলকে যেন আগের মতো দেখাই যাচ্ছিল না। নিয়মিত ছবি করলেও তা দর্শকের মন জয় করছিল না বলা যায়। কিন্তু ‘গদার টু’তে কাজ করে ফিরে আসেন ট্র্যাকে। এরপর থেকেই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন নায়ক।
গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সানির নতুন সিনেমা ‘জাট’। মুক্তির আগে ট্রেলারও প্রশংসিত হয়েছে বেশ। তাই তো দর্শকও আশায় রয়েছেন, এই সিনেমার মাধ্যমে একটা হিট ছবি উপহার দিতে যাচ্ছেন সানি।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সানির এই নতুন সিনেমার বাজেট ১০০ কোটি। শুধু তাই নয়, এ ছবির জন্য সানি নিজেই নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক।
এর আগে তিনি ‘গদার টু’ ছবির জন্য পারিশ্রমিক পেয়েছিলেন আট কোটি রুপি। অর্থাৎ মাত্র বছর দুইয়ের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি।এদিকে সানি দেওলের ‘জাট’ বক্স অফিসে নিজের মোমেন্টাম ধরে রেখেছে। মুক্তির পরই সালমানের ‘সিকান্দার’-কে কঠিন প্রতিযোগিতায়ে ঠেলে দিয়েছে সানির এই ছবিটি।
স্যাকনিল্ক এর তথ্য অনুযায়ী ‘জাট’ মুক্তির দ্বিতীয় দিনে বক্স অফিসে ৭ কোটি রুপি আয় করেছে।