‘সিন্ধু দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে’, ভারতকে বিলাওয়ালের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট:
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ঐকমত্যের বাইরে গিয়ে তাঁর দল যেমন একটি বিতর্কিত খাল প্রকল্প হতে দেয়নি, ঠিক একইভাবে পাকিস্তানের জনগণ সিন্ধু নদের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ও এর সমুচিত জবাব দেবেন।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় দিল্লি। এর পরিপ্রেক্ষিতে বিলাওয়াল গতকাল শুক্রবার ওই হুঁশিয়ারি দেন।
সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ভারতের একতরফা সিদ্ধান্তেরও নিন্দা জানান বিলাওয়াল ভুট্টো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিন্ধু আমাদের ও এটি আমাদেরই থাকবে—এর ওপর দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে।’
সুক্কুরে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে বিলাওয়াল বলেন, তাঁদের শান্তিপূর্ণ সংগ্রামের সফলতা হিসেবে কেন্দ্রীয় সরকার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের (সিসিআই) ঐকমত্য ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় উপস্থিত জনতাকে অভিনন্দন জানান তিনি।
বিলাওয়াল জানান, পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে উভয় দলের নেতাদের স্বাক্ষর রয়েছে।
বিলাওয়াল বলেন, ‘ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। নয়াদিল্লি এ জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান জোরালোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়। পাকিস্তানই সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে বড় ভুক্তভোগী।’
‘পাকিস্তান সরকারের এখন আনুষ্ঠানিক নীতি, সব প্রাদেশিক সরকারের পারস্পরিক সম্মতি ছাড়া কোনো নতুন খাল খনন করা হবে না’, বলেন পিপিপির চেয়ারম্যান। বিতর্কিত খাল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম করায় পিপিপির কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
বিলাওয়াল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সিন্ধু রক্ষা করব। আজ কেন্দ্রীয় সরকারের হুমকি থেকে সিন্ধু রক্ষা পেয়েছে। এটা আপনাদের বিজয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ও সেখানে ঐকমত্যে পৌঁছানোর প্রসঙ্গ তুলে ধরে পিপিপির চেয়ারম্যান ইঙ্গিত দেন যে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প সিসিআইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
‘আমরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের (জনগণের) উদ্বেগের কথা শুনেছেন। এখন কাউন্সিলের বেশির ভাগ দল—পিএমএলএন ও পিপিপি সম্মত হয়েছে, আপনাদের সম্মতি ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ করা হবে না’, বলেন বিলাওয়াল।ডেস্ক রিপোর্ট:
‘সিন্ধু দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে’, ভারতকে বিলাওয়ালের হুঁশিয়ারি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি ভারতকে হুঁশিয়ার করে বলেছেন, ঐকমত্যের বাইরে গিয়ে তাঁর দল যেমন একটি বিতর্কিত খাল প্রকল্প হতে দেয়নি, ঠিক একইভাবে পাকিস্তানের জনগণ সিন্ধু নদের ওপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ও এর সমুচিত জবাব দেবেন।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ঘোষণা দেয় দিল্লি। এর পরিপ্রেক্ষিতে বিলাওয়াল গতকাল শুক্রবার ওই হুঁশিয়ারি দেন।
সিন্ধু পানি চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করার ভারতের একতরফা সিদ্ধান্তেরও নিন্দা জানান বিলাওয়াল ভুট্টো। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সিন্ধু আমাদের ও এটি আমাদেরই থাকবে—এর ওপর দিয়ে হয় আমাদের পানি, নয় তাদের রক্ত বইবে।’
সুক্কুরে এক জনসমাবেশে দেওয়া বক্তব্যে বিলাওয়াল বলেন, তাঁদের শান্তিপূর্ণ সংগ্রামের সফলতা হিসেবে কেন্দ্রীয় সরকার কাউন্সিল অব কমন ইন্টারেস্টের (সিসিআই) ঐকমত্য ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় উপস্থিত জনতাকে অভিনন্দন জানান তিনি।
বিলাওয়াল জানান, পিপিপি ও পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজ (পিএমএল–এন) একটি চুক্তিতে উপনীত হয়েছে। এতে উভয় দলের নেতাদের স্বাক্ষর রয়েছে।
বিলাওয়াল বলেন, ‘ভারতের অবৈধভাবে দখল করা জম্মু ও কাশ্মীরে একটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। নয়াদিল্লি এ জন্য পাকিস্তানকে দায়ী করেছে। পাকিস্তান জোরালোভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা জানায়। পাকিস্তানই সন্ত্রাসী কর্মকাণ্ডের সবচেয়ে বড় ভুক্তভোগী।’
‘পাকিস্তান সরকারের এখন আনুষ্ঠানিক নীতি, সব প্রাদেশিক সরকারের পারস্পরিক সম্মতি ছাড়া কোনো নতুন খাল খনন করা হবে না’, বলেন পিপিপির চেয়ারম্যান। বিতর্কিত খাল নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে সংগ্রাম করায় পিপিপির কর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।
বিলাওয়াল বলেন, ‘আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা সিন্ধু রক্ষা করব। আজ কেন্দ্রীয় সরকারের হুমকি থেকে সিন্ধু রক্ষা পেয়েছে। এটা আপনাদের বিজয়।’
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠক ও সেখানে ঐকমত্যে পৌঁছানোর প্রসঙ্গ তুলে ধরে পিপিপির চেয়ারম্যান ইঙ্গিত দেন যে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্প সিসিআইয়ের কাছে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
‘আমরা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের (জনগণের) উদ্বেগের কথা শুনেছেন। এখন কাউন্সিলের বেশির ভাগ দল—পিএমএলএন ও পিপিপি সম্মত হয়েছে, আপনাদের সম্মতি ছাড়া সিন্ধুতে কোনো খাল নির্মাণ করা হবে না’, বলেন বিলাওয়াল।