সিরাজগঞ্জে একদিনে ৩ মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 

সিরাজগঞ্জের দুই উপজেলা থেকে একই দিনে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জেলার বেলকুচি ও রায়গঞ্জ উপজেলা থেকে পৃথকভাবে মরদেহ ৩টি উদ্ধার করা হয়।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলার বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এরপর সোমবার সকালে রায়গঞ্জের একটি ধানক্ষেত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় নিশ্চিত হওয়া হওয়া গেছে। তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা এবং একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুল মমিন এবং রায়গঞ্জে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বেলকুচি থানা অফিসার ইনচার্জ জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহটি একটি গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতকল মেশিনে কাপড় মোড়ানো অবস্থায় পাওয়া গেছে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ জাকারিয়া জানান, রোববার দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে রায়গঞ্জের নিঝুড়ি তালতলা ব্রিজের নিচে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিলো কালো রঙের প্যান্ট, গায়ে নীল রঙের শার্ট । ধারণা করা হচ্ছে হত্যার পর রাতে সেখানে তাকে ফেলে দেওয়া হয়েছে।

রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমরা ধানক্ষেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছি। মৃত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।