সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা, অভিযোগ জামায়াতের বিরুদ্ধে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের ওপর হামলা হয়েছে। গতকাল বিকেলে উল্লাপাড়া পৌর এলাকার থানার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি নেতারা জানান, দুপুরে থানার গেটের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন আজাদ হোসেন। এ সময় কালো পাঞ্জাবি ও টুপি পরা একজন যুবক আচমকা তাকে ঘুষি মারেন। নিজেকে বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে পিছন থেকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয় তাকে।
আহত আজাদ হোসেনকে তাৎক্ষণিকভাবে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বিএনপির দাবি, টার্মিনাল মালিক সমিতির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্বের জেরে এ হামলা হয়। পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক বলেন, জামায়াত নেতারা টার্মিনাল থেকে টোল আদায় করে। বৃহস্পতিবার তারা জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সরিয়ে ফেলে। আমরা প্রতিবাদ করলে তারা ক্ষুব্ধ হয়। এরই প্রতিশোধ নিতে আজাদ ভাইয়ের ওপর হামলা চালানো হয়।
হামলার প্রতিবাদে বিকেলে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলও করেছেন।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, বিএনপি নেতা আজাদের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
অভিযোগের বিষয়ে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ঘটনাটি জামায়াতের নয়, ব্যক্তিগত বিরোধের জেরে। তিনি জানান, তার ভাই গোলাম মোস্তফাকে এ ঘটনার জেরে বিএনপি নেতাকর্মীরা থানায় নিয়ে গেছেন।
উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সূত্রধর বলেন, ঘটনার ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে হামলাকারীর পরিচয় আমরা পেয়েছি। তাকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।