সিরাজগঞ্জে যুবদলের ৭ নেতাকে বহিষ্কার

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে একের পর এক বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বহিষ্কারের ঘটনা ঘটছে। গতকাল মঙ্গলবার (১৫ এপ্রিল) সিরাজগঞ্জ জেলা বিএনপির ৮ নেতাকে বহিষ্কারের পর আজ বুধবার (১৬ এপ্রিল) বেলকুচি উপজেলায় উপজেলা, পৌর ও বিভিন্ন ওয়ার্ড যুবদলের ৭ নেতাকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

বুধবার সকালে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল আমিন খান ও সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদের নির্দেশে দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের বারবার সতর্ক করা সত্ত্বেও তারা দলীয় নির্দেশনা উপেক্ষা করেছেন। ফলে দলীয় নিয়ম শৃঙ্খলাভঙ্গের দায়ে তাদের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বেলকুচি উপজেলা যুবদলের সাবেক সদস্য পল্টন জোরদার, পৌর যুবদলের সাবেক সদস্য উজ্জ্বল হোসেন, দপ্তর সম্পাদক মো. কাইয়ুম, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি চাইনিজ রফিকুল ইসলাম, সাবেক সদস্য হাবিব ওরফে হাবলু, সাবেক সদস্য সেলিফ আল আকবার শশী এবং দৌলতপুর ইউনিয়নের হাফিজুল ইসলাম।

জেলা যুবদলের সভাপতি মো. আল আমিন খান বলেন, তাদেরকে বার বার সতর্ক করা হয়েছিল, তারা কথা শোনেননি। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না এবং তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।