সিরিজের মাঝপথে ছিটকে গেলেন দুই ভারতীয় তারকা

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ফরম্যাটটিতে বিশ্বচ্যাম্পিয়ন ভারত। ইতোমধ্যে অনুষ্ঠিত দুটি ম্যাচেই সফরকারী ইংলিশরা হেরেছে। গতকাল দ্বিতীয় ওয়ানডেতে তিলক ভার্মার বিশ্বরেকর্ড গড়ার ম্যাচে ভারত জিতেছে ৩ উইকেটে। তবে মাঠের পারফরম্যান্সকে পাশ কাটিয়ে দুঃসংবাদ পেয়েছে সূর্যকুমার যাদবের দলটি। টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন দুই তারকা রিংকু সিং ও নীতিশ কুমার রেড্ডি।

দ্বিতীয় ম্যাচের আগেই ভারতীয় টিম ম্যানেজমেন্ট দুই ক্রিকেটারের চোট নিয়ে দুশ্চিন্তার কথা জানায়। এর মধ্যে নীতিশ রেড্ডি টি-টোয়েন্টি সিরিজে আর ফিরতে পারবেন না বলেই জানা গেছে। এ ছাড়া তৃতীয় টি-টোয়েন্টিও মিস করতে যাওয়া রিংকুর এই সিরিজে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা। গতকাল দ্বিতীয় ম্যাচেও তিনি খেলতে পারেননি। এর আগে কলকাতায় প্রথম ম্যাচে কোমরে ব্যাথা এবং ফোলা ধরা পড়েছিল তার।

ইতোমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে এই দুই ক্রিকেটারের বদলিও নেওয়া হয়েছে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে। নতুন করে শিভাম দুবে এবং রমনদীপ সিং জাতীয় দলে ফিরেছেন। মুম্বাইয়ের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলছিলেন দুবে, জাতীয় দলে ডাক পাওয়ায় তিনি তৃতীয় টি-টোয়েন্টির আগে সরাসরি যোগ দিতে চলেছেন। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সে খেলা অলরাউন্ডার রমনদীপের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে। যদিও ২ ম্যাচে বলার মতো কিছু করতে পারেননি। দুজনের ইনজুরি আবারও তার জন্য সুযোগ করে দিয়েছে।

সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে থাকা নীতিশ রেড্ডি চোট পেয়েছিলেন জাতীয় দলের অনুশীলনে। সাইড স্ট্রেইন ইনজুরির কারণে ‍পুরো ইংল্যান্ড সিরিজই শেষ তরুণ এই অলরাউন্ডারের। যা তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দারাবাদের জন্য দুঃসংবাদ। কারণ আইপিএল বাকি হতে আর মাস দুয়েকের মতো সময় বাকি। যদিও এর আগে আছে জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান। অবশ্য সেখানে জায়গা হয়নি নীতিশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিসহ অলরাউন্ড পারফরম্যান্সে বোর্ডার-গাভাস্কার সিরিজেও বেশ ফর্মে ছিলেন তিনি। নীতিশ চোট পুনর্বাসন করবেন বেঙ্গালুরুর এনসিএ–তে।

এ ছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম সেরা অস্ত্র রিংকু সিং চোটে পড়েন কলকাতায় অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে। তার লো ব্যাক স্পাজম বা কোমরে ব্যাথা এবং ফোলা ধরা পড়েছিল। এরপরই বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাকে পর্যবেক্ষণে রাখে। শুক্রবার ড্রেসিংরুমে ফিজিও এবং সতীর্থদের সঙ্গে খোশমেজাজে দেখা গিয়েছিল। তবে চোট তাকে দ্বিতীয় টি-টোয়েন্টির পর তৃতীয় ম্যাচ থেকেও ছিটকে দিয়েছে। তার মাঠে ফেরার সময় এখনও নিশ্চিত নয়।

ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। পরবর্তী তিনটি ম্যাচে ভারত-ইংল্যান্ড ২৮, ৩১ জানুয়ারি এবং ২ ফেব্রুয়ারি মুখোমুখি হবে। এরপর ৬, ৯ ও ১২ ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। যাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও বলা যেতে পারে।