সিলেটেও রানের আশা দেখছেন কাইল মায়ার্স

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

বিপিএলের প্রথম পর্বে মিরপুরে রানবন্যা দেখা গেছে। এবার সিলেটেও তেমন রান হবে বলে আশা করছেন ফরচুন বরিশালের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স।

আজ (রোববার) সিলেটে দলীয় অনুশীলন শেষে কথা বলেছেন ক্যারিবিয়ান এই অলরাউন্ডার।মায়ার্স অবশ্য এটাও জানালেন যে আগের মতো পিচ রয়েছে, ‘এখন পর্যন্ত আগের বিপিএলের মতো একইরকম মনে হচ্ছে। উইকেট ফ্রেশ, টুর্নামেন্টও মাত্র শুরু হলো। ঢাকায় আগের ম্যাচগুলোতে উইকেট ভালো ছিল। আশা করি এখানেও উইকেট এমনই হবে।’

অলরাউন্ডার কাইল মায়ার্স মনে করেন শেষ ম্যাচে হারলেও ঘুরে দাঁড়াবে বরিশাল, ‘নতুন মৌসুম, নতুন দল। দলটা বেশ ভালো। এখনও যদিও যেভাবে খেলতে চেয়েছি সেভাবে পারিনি। তবে এটাই ক্রিকেট। বিশ্বের সেরা দলের সাথেও এমনটা হতে পারে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে মুখিয়ে আছি। টুর্নামেন্টের শুরুতে এমন হতেই পারে। গত বছরের অনেকেই আছে দলে, নতুন অনেকেও আছে। সেরা কম্বিনেশন নিয়ে সেরা ক্রিকেট খেলতে চাই আমরা।’

‘মাত্র দুটি ম্যাচ গেল। সামনে কী আশা করা যায় তা এখনই বলতে পারছি না। অবশ্যই সব ম্যাচে রান করা সম্ভব হবে না। গত মৌসুমের চ্যাম্পিয়ন আমরা। এ মৌসুমেও ভালো করতে চাই। মোমেন্টাম ধরে রাখা গুরুত্বপূর্ণ। মাত্র দুটি ম্যাচ খেলেছি তাই এখনও চিন্তিত নই। আমি আমার দায়িত্বের দিকেই মনোযোগ রাখছি।’