সিলেটে ছাত্রলীগের চারটি ইউনিটের কমিটি ঘোষণা

প্রকাশিত: ৩:০১ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২৪

জেলা প্রতিনিধি, সিলেট

দীর্ঘদিন পর সিলেটে চারটি ইউনিটের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ও মহানগর শাখা। শনিবার (২৩ মার্চ) সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে চার ইউনিটের কমিটির অনুমোদন দিয়েছেন।

ইউনিটগুলো হলো- মুরারি চাঁদ কলেজ সিলেট (এমসি), সিলেট সরকারি কলেজ, সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগ। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমদ শোভন, মুরারি চাঁদ কলেজ সিলেটের (এমসি) সভাপতি দিলোয়ার হোসেন রাহী ও সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল হাসান শেরওয়ান, সাধারণ সম্পাদক দেবাশিষ গোয়ালা দেব, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি নোমান আহমদ লাকি ও সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন ইমন।

১১০ সদস্য বিশিষ্ট এমসি কলেজ ছাত্রলীগের কমিটিতে ৩৬ জন সহ-সভাপতি, ১০ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। ৮১ সদস্য বিশিষ্ট সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের কমিটিতে ২৫ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

১১৯ সদস্য বিশিষ্ট সিলেট সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৩৮ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। আর ১২১ সদস্য বিশিষ্ট দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটিতে ৪১ জন সহ-সভাপতি, ৯ জন যুগ্ম সাধারণ সম্পাদক ও ৯ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ বলেন, সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের ৪ ইউনিটের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সিলেটের দুইটি ঐতিহ্যবাহী কলেজ এমসি কলেজ ও সরকারি কলেজ রয়েছে। আর দুইটি উপজেলা রয়েছে। এসব জায়গায় কমিটি মেয়াদোত্তীর্ণ থাকায় ও সংগঠনকে গতিশীল করতে কমিটি অনুমোদন করা হয়।