সিলেট বিভাগ করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২১

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগ ১৭ জনের মৃত্যু দেখলো। এর আগে করোনায় একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। ২৬ জুলাই একদিনে ১৪ জনের সর্বোচ্চ মৃত্যু দেখে সিলেট। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬৫৫ জনে। তাদের ৯ জনই সিলেট জেলার। একজন হবিগঞ্জ ও দুই জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫ জন রোগী করোনায় মারা গেছেন।

এদিকে পরিস্থিতির অবনতি ঘটলে এবং সিলেটের সরকারী-বেসরকারী হাসপাতালে আইসিইউ বেড এমনকি সাধারণ বেড খালি না থাকায় করোনা রোগীরা বিপাকে পড়েছেন। হাসপাতালের ফ্লোরেও কোভিড রোগীদের স্থান সংকুলান হচ্ছে না। স্বাস্থ্য বিভাগ সিলেটের সহকারী পরিচালক ডা: নূরে আলম শামীম জানান, বিভাগে করেনা ডেডিকেটেড ৭ টি হাসপাতালেই বেড খালি নেই। এই পরিস্থিতিতে বিভিন্ন উপজেলা হাসপাতালগুলোকে প্রস্তত রাখার নির্দেশ হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের তথ্য জানায় স্বাস্থ্য বিভাগ । যা বিভাগটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। মঙ্গলবার সিলেটে একদিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়ালো। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।

তিনি জানান সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায়ই ২০ হাজার ৮০০ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৩৪৭ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৭৮ জন।

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৩৬ শতাংশ। যার ৩৮ দশমিক ২৭ শতাংশ সিলেট জেলায়। সুনামগঞ্জ ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ২২ শতাংশ ও মৌলভীবাজারে ৪০ দশমিক ৯৮ শতাংশ। সিলেটের চার জেলায় র‌্যাপিড এন্টিজেন টেষ্টের মাধ্যমে ২১১ জন করোনা রোগী শনাক্ত হয়।