করোনাভাইরাস সন্দেহে চট্টগ্রামের সীতাকুণ্ডে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক এমএ হাসান চৌধুরী। ওই নারীর বয়স ৫৫-এর কাছাকাছি। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন।
হাসপাতালের পরিচালক হাসান চৌধুরী বলেন, ওই নারীর ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিল।
মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তির পর করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার প্রতিবেদন পাওয়ার কথা। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।
চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি বলেন, ওই নারী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। রাতে তার মৃত্যু হয়।