সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহতের ঘটনায় মামলা
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনায় গেটম্যান শাহরিয়ার মাহমুদ দীপুকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে সীতাকুণ্ড থানার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমান বাদী হয়ে মামলা করেন।
মামলায় গেটম্যান দীপুর বিরুদ্ধে কর্তব্যে অবহেলার অভিযোগ আনা হয়। এর আগে দায়িত্বে অবহেলার অভিযোগে দীপুকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে, ঘটনা তদন্তে রেলওয়ের পাশাপাশি পৃথক আরেকটি কমিটি করেছে জেলা প্রশাসন। ঘটনার পর থেকে অভিযুক্ত গেটম্যান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ।
তিনি বলেন, গতকাল রোববার (২৭ আগস্ট) রাতে অভিযুক্ত গেটম্যানের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে থানায় মামলা হয়েছে। গেটম্যান দীপু এখনো পলাতক রয়েছে। আমরা তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছি।
এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহতের ঘটনার কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর-আল-নাসীফকে কমিটির প্রধান করা হয়। কমিটি গঠনের ওই চিঠিতে কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়।
জেলা প্রশাসনের গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন- সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম নায়হানুল বারী, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মালেক।
প্রসঙ্গত, গতকাল রোববার (২৭ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি সলিমপুর-ফকিরহাট রেলক্রসিং অতিক্রম করার সময় পুলিশবাহী পিকআপটি রেললাইনের ওপর ওঠে গেলে ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় পিকআপটিতে থাকা সীতাকুণ্ড থানার তিন কনস্টেবল মোহাম্মদ হোসাইন, মিজানুর রহমান ও এসকান্দর আলী মোল্লা নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।