সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা ফেলে পালালো পাচারকারী

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

শেরপুর প্রতিনিধি:

 

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে চোরাই পথে আসা ৮৩৫ কেজি ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া জিরার বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে নাকুগাঁও স্থলবন্দরের পশ্চিম এলাকা দিয়ে ভারত থেকে পাচারকালে হাতিপাগার সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা এসব জিরা জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, নাকুগাঁও গ্রামের পাহাড়ি এলাকা দিয়ে চোরাই পথে ভারতীয় জিরা পাচারের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। এসময় অভিযান টের পেয়ে পাচারকারীরা নাকুগাঁও মাঠে ১৯৫ বস্তা ভারতীয় জিরা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা জিরাগুলো জব্দ করে। জব্দকৃত ভারতীয় জিরার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।

একই দিনে হালুয়াঘাট সীমান্তের সূর্যপুর এবং আইলাতলী ক্যাম্পের বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে আরও প্রায় ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও ২১ হাজার ৬০০ পিস ভারতীয় ব্লেড জব্দ করে।

বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ময়মনসিংহের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সানভীর হাসান মজুমদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। সীমান্তে পাচার রোধ ও আন্তর্জাতিক সীমান্ত আইন রক্ষায় বিজিবি সবসময় সজাগ।