সীমান্তে কোটি টাকার সোনার বারসহ চোরাকারবারী আটক

প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২৪

জেলা প্রতিনিধি সাতক্ষীরা

সাতক্ষীরায় সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের ৯টি সোনার বারসহ আমাজাদ হোসেন খোকন (৫০) নামে এক চোরাকারীকে আটক করেছে বিজিবি।

বুধবার (৩ এপ্রিল) সকালে তাকে সাতক্ষীরার সদর উপজেলার বৈকারী সীমান্তের কালিয়ানী মাদরাসা মোড় এলাকা থেক আটক করা হয়। আটক আমজাদ হোসেন একই এলাকার মৃত মাজেদ মোল্যা ছেলে।

পরে সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, বৈকারি ক্যাম্পের সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে কালিয়ানি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আমজাদ হোসেনকে একটি মটরসাইকেলসহ আটক করে। পরে মটরসাইকেলের ভেতর থেকে ৯টি সোনার বার জব্দ করে। জব্দকৃত সোনার ওজন এক কেজি ৪৪ গ্রাম। যার বাজার মূল্য এক কোটি দুই লাখ দশ হাজার তিনশত বিশ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে। এছাড়া পাচারকাজে ব্যাবহারিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।