ডেস্ক রিপোর্ট:
মার্কিন নির্বাচনের ফল নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে সুইং স্টেট। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর সাতটি মধ্যে এখন পর্যন্ত তিনটিতে এগিয়ে আছেন ট্রাম্প। মার্কিন বার্তাসংস্থা এপি-এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বুথফেরত জরিপ অনুযায়ী, জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভিনিয়াতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।
অন্যদিকে, মিশিগান, অ্যারিজোনা ও উইসকনসিনে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। তবে অ্যারিজোনায় এখন পর্যন্ত অর্ধেক আর মিশিগানে মাত্র ১৯ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে।
নর্থ ক্যারোলাইনাতে আগের দুই নির্বাচনেও জয়লাভ করেছিলেন ট্রাম্প। আর ২০২০ সালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বাকি অঙ্গরাজ্যগুলোতে জিতেছিলেন বাইডেন।
সুইং স্টেটগুলো নিয়ে এখনও কোনও পূর্বাভাস দেয়নি বেসরকারি সংস্থাগুলো। আর ভোটগণনা এখনও শেষ হয়নি। ফলে, এই সাতটি রাজ্য কার ভাগ্যে যাচ্ছে, সেটা এখন দেখার পালা।