সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে, তিন সদস্যের কমিটি গঠন

প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:

 

পূর্ব সুন্দরবনের কলমতেজিরে লাগা আগুন এবং পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কলমতেজি টহল ফাড়ির টেপার বিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম। আগুনের ঘটনা তদন্তে বনবিভাগ ৩ সদস্য তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার সকাল থেকে ফায়ার সার্ভিস সদস্যরা পুরোদমে পানি দিয়ে আগুন নিভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণ কাজ করছে। এর আগে শনিবার দিবাগত রাতে সুন্দরবন বিভাগ তাদের নিজস্ব ব্যবস্থাপনায় পাম্প মেশিনের সাহায্যে অগ্নিকান্ড স্থলে পানি দিয়ে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনে।

শনিবার সকালে কলমতেজির টেপারবিলের বনাঞ্চলে হঠাৎ করে আগুন দেখা যায়। আগুনে বনের পাঁচ সাত একর জায়গা জুড়ে লতা পাতা গুল্ম পুড়ে যায়। এর আগে গত বছরের ৪ মে সুন্দরবনের আমুরবুনিয়ায় অনুরূপ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, সুন্দরবনের আগুন ৯৫ ভাগ নিভে গেছে। যেটুকু আছে তা আজকেই নিভে যাবে। কলমতেজির আগুনের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি আরও জানান, চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) দীপন চন্দ্র দাস কে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন ধানসাগর স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর দাস, ও কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। গঠিত কমিটিকে ৭ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।