সুন্দরবনে কোস্টগার্ডের অভিযান, অস্ত্রসহ আটক ১

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের সুন্দরবন এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী আটকে বিশেষ অভিযান শুরু করেছেন কোস্টগার্ড সদস্যরা। শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ এলাকা থেকে ইসমাইল হোসেনকে (২৪) আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে দেশীয় একটি পাইপগান উদ্ধার করা হয়।

আজ শনিবার সকালে পশ্চিম জোন সদরদপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সুন্দরবন সংলগ্ন দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই এলাকা থেকে ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
লেফটেন্যান্ট দেওয়ান মো. আসিফ আরও জানান, ইসমাইলের নামে বাগেরহাটের রামপাল থানায় দুটি মাদক মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, কোনো গোষ্ঠীর কাছে সরবরাহের উদ্দেশ্য তিনি অস্ত্রটি তৈরি করেছিলেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।